অধ্যক্ষের অপসারণ দাবিতে ভজনপুরে মানববন্ধন

অধ্যক্ষের অপসারণ দাবিতে ভজনপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ০৭:০২ ৫ মে ২০২৫

পঞ্চগড়ে ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান কতৃক অবৈধ নিয়োগ বানিজ্য বাতিল ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ সোমবার (৫ মে)দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা৷

এসময় উক্ত মানববন্ধন ও সমাবেশের বক্তারা বলেন, অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘ দিন ধরে অনিয়ম  ও দুর্নীতি করে আসছেন৷ তিনি নিয়মিত কলেজে উপস্থিত না হয়েও নিয়মিত বেতনভাতা উত্তোলনও করছেন৷ এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে নিয়মনীতি তোয়াক্কা না করে জালিয়াতি করে কলেজে তার স্ত্রীসহ ৫ শিক্ষককে নিয়োগ প্রদান করেন। অথচ সেই ৫ শিক্ষকের নিয়োগ  অবৈধ এবং তারা কোন দিন কলেজে আসেননি বলে অভিযোগ তাদের।

এছাড়া জমির মালিকরা কলেজ নির্মাণের জন্য জমি প্রদান করলে দীর্ঘ ২১ বছর অতিবাহিত হলেও কোন ক্ষতিপূরণ বা জমির মূল্য না পাওয়ায় প্রতিবাদ জানান। পাশাপাশি কলেজের অধ্যক্ষের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবী জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু,স্কুল শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্যসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ। 
খাদেমুল/এম এন পি 

বিজ্ঞাপন