নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে ৬ জন নিহত, আহত ১

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে ৬ জন নিহত, আহত ১

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৩:৩০ ৬ আগস্ট ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ৬টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, ভোরের ঘুমঘুমে সময়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন