কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, উদ্ধার রশি-বেল্ট

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, উদ্ধার রশি-বেল্ট

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:২২ ৮ আগস্ট ২০২৫

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ী থানায় এ বিষয়ে মামলা দায়ের করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এজাহার অনুযায়ী, পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন টাঙ্গাইলের শাহাদাত হোসেন, জয়পুরহাটের রনি মহন্ত এবং কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। গত ৫ আগস্ট রাতে সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান তমাল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ পান।

পরদিন (৬ আগস্ট) সকালে কক্ষে তল্লাশি চালিয়ে পাওয়া যায় লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট রশি, কম্বলের ২৫ ফুট বেল্ট, লোহার আংটা, ১০ ফুট খুঁটি সহ বিভিন্ন উপকরণ। জিজ্ঞাসাবাদে বন্দিরা স্বীকার করেন— সুযোগ পেলেই জেল থেকে পালানোর জন্য এসব তৈরি করেছিলেন।

কারা সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হলে তিনজনই পালিয়ে যেতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সারা দেশের কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানিয়েছেন, মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন