সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:৩৩ ৪ আগস্ট ২০২৫
স্মার্টফোন কিনতে আর বাড়তি সুদের চিন্তা নয়। দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং আর্থিক খাতে অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) যৌথভাবে চালু করেছে সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা। গ্রামীণফোন সম্প্রতি ইবিএলের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা ২৪ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই-এ অফিসিয়াল স্মার্টফোন কিনতে পারবেন।
এই উদ্যোগটি গ্রামীণফোনের ডিজিটাল ক্ষমতায়নের প্রতিশ্রুতির একটি অংশ, যা সমাজের সকল স্তরের মানুষের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে।
অফারটির সুবিধাসমূহ:
ইবিএল ক্রেডিট কার্ডধারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
গ্রাহকরা স্যামসাং, শাওমি (এমআই), অপ্পো, ভিভো সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন।
গেজেট অ্যান্ড গিয়ার সহ নির্ধারিত রিটেইলার আউটলেটগুলো থেকে স্মার্টফোন কেনা যাবে।
অফারটি চলবে ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
অফার প্রাপ্যতা জানতে ২৯০০০ নম্বরে এসএমএস করতে হবে।
কনফার্মেশনের পর আউটলেট ম্যানেজার ইবিএল কার্ড ব্যবহার করে কিস্তি কার্যকর করবেন।
চুক্তি স্বাক্ষর ও বক্তব্য:
ঢাকার জিপি হাউজে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং ইবিএলের পক্ষে ছিলেন হেড অব কার্ডস তাসনিম হোসেন।
মুনিয়া গনি বলেন,“ডিজিটালাইজেশনের মাধ্যমে সমাজকে ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণফোন কাজ করে যাচ্ছে। ফিনটেক ও টেলিকমের সমন্বয়ে এই পার্টনারশিপ ডিজিটাল লাইফস্টাইল সহজ করবে।”
তাসনিম হোসেন বলেন,“ইবিএল সবসময়ই উদ্ভাবনী আর্থিক সমাধান দিতে চায়। গ্রামীণফোনের সঙ্গে এই যৌথ উদ্যোগ স্মার্ট ব্যাংকিং এবং আর্থিক সুযোগ-সুবিধা এনে দেবে প্রযুক্তিপ্রেমীদের জন্য।”
এই অফারটি গ্রামীণফোনের টেলকো থেকে টেক কোম্পানিতে রূপান্তরের কৌশলগত প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে এবং স্মার্ট ডিভাইসকে আরও সাশ্রয়ী করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বিজ্ঞাপন