বুধবার , ০৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:২২ ৭ মে ২০২৫
ভারতের একতরফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পাল্টা প্রতিক্রিয়ায় জবাব দিচ্ছে পাকিস্তান। সোমবার গভীর রাতে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের দিক থেকে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভূখণ্ডে আঘাত হানে বলে দাবি করেছে ইসলামাবাদ। এ ঘটনাকে "অসৌজন্যমূলক ও উস্কানিমূলক" বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঘটনার পরপরই পাকিস্তানের সেনাবাহিনী উচ্চ সতর্কতা জারি করে এবং সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। একইসঙ্গে পাকিস্তান সামরিকভাবে কিছু পাল্টা পদক্ষেপও নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর।
পাকিস্তানের সেনাবাহিনীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমিত পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলাকে “সুনির্দিষ্ট প্রতিক্রিয়া” বলে অভিহিত করা হয়েছে এবং জানানো হয়েছে, এতে ভারতের একটি সামরিক পর্যবেক্ষণ চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সরকার জানায়, তারা এই হামলা সীমিত পরিসরে রেখেছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "পাকিস্তান শান্তিপ্রিয় রাষ্ট্র, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনও ধরনের আপস করবো না। ভারতের এই আগ্রাসনের জবাব আমরা ইতোমধ্যে দিয়েছি এবং প্রয়োজনে আরও জোরালোভাবে দেব।"
অন্যদিকে, ভারত সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সামরিক সূত্রে জানা গেছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে এবং সব ধরনের ‘প্রত্যাশিত হুমকি’র মোকাবিলায় প্রস্তুত আছে ভারতীয় বাহিনী।
আন্তর্জাতিক মহলে এ ঘটনার পর উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে এমন উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
এখন নজর রয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের চাপ ক্রমেই বাড়ছে।
বিজ্ঞাপন