"গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের — হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প"

"গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের — হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প"

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৫:১৯ ৬ আগস্ট ২০২৫

গাজা পুরোপুরি দখল করা হবে কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইসরায়েলের— এমনটাই জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না।

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র এখন গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য সহায়তা এবং ত্রাণ কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। গাজা দখল বা সামরিক পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়, সে সিদ্ধান্ত তাদেরই নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই মানবিক সহায়তা প্রচেষ্টায় অংশগ্রহণ করবে। এছাড়া ট্রাম্প আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রগুলোও এই উদ্যোগে আর্থিক সহায়তা এবং ত্রাণ বিতরণ ব্যবস্থায় যুক্ত হবে।

প্রায় এক সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, গাজার জন্য নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ তখন জানায়, একটি নতুন ত্রাণ বিতরণ পরিকল্পনা খুব শিগগিরই প্রকাশ করা হবে। যদিও এখন পর্যন্ত সেই পরিকল্পনা কার্যকর হয়নি।

এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এ উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরায়েল সরকার। কারণ, এমন পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর সমর্থকদের মাঝে বিতর্ক তৈরি করতে পারে।

অন্যদিকে, গাজার ভিতরে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে বাস্তুচ্যুতি জোরপূর্বক বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে গাজার উপত্যকাটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশে অভিযান চালানো হলে সাধারণ ফিলিস্তিনিদের অবস্থা আরও করুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে।

বিজ্ঞাপন