“কাশ্মীর পাকিস্তানের রক্তের শিরা, ছিঁড়ে নিলে রেহাই পাবে না ভারত” — হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের!

“কাশ্মীর পাকিস্তানের রক্তের শিরা, ছিঁড়ে নিলে রেহাই পাবে না ভারত” — হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:০৯ ৬ আগস্ট ২০২৫

পাকিস্তান সেনাবাহিনী সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে জানিয়েছে, কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে এবার পাকিস্তান ভারতের ভেতরে ঢুকে পাল্টা আঘাত হানবে! আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন,“বিশ্বের কোনো শক্তিই কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মতো হামলা হলে পাকিস্তান পূর্ব দিক থেকে ভারতের হৃদয়ে আঘাত হানবে। চরম ভাষায় তিনি জানান, পাকিস্তান “ভারতের যেকোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা রাখে।”

এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন পেহেলগাম গণহত্যার প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে। আর এর জেরেই দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির গন্ধ মিলছে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আরও এক ধাপ এগিয়ে কাশ্মীরকে “জগুলার ভেইন” আখ্যা দিয়ে বলেছেন,“আমরা এক জাতি না। ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি—সবকিছুতেই আমরা ভিন্ন। কাশ্মীর পাকিস্তানের রক্তের শিরা।”

তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এ বিষয়ে আপস নেই, দরকার হলে জীবন দেবেন কিন্তু কাশ্মীর ছাড়বেন না।

ভারত সরকার এরইমধ্যে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলার জবাব হবে পরিকল্পিত ও ধ্বংসাত্মক। পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে দেওয়া হবে না।

দুই পরাশক্তির এমন মুখোমুখি অবস্থান দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আঁচ আরও ঘনীভূত করছে। কূটনৈতিক মহল বলছে, যেকোনো সময়েই সীমান্ত উত্তপ্ত হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন