ঈদুল আজহায় ১০ দিনের সরকারি ছুটি, খোলা থাকবে ২টি শনিবার!

ঈদুল আজহায় ১০ দিনের সরকারি ছুটি, খোলা থাকবে ২টি শনিবার!

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:০৯ ৬ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ দিনের সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে এই ১০ দিনের ছুটি নির্দিষ্টভাবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে ৫ জুন (বুধবার) থেকে শুরু হয়ে ছুটি চলতে পারে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত।

সরকারি সূত্রে জানা গেছে, ছুটির এই সময়সীমাকে কার্যকর করতে ঈদের আগে দুটি শনিবার—১৭ মে ও ২৪ মে—সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখেন, 

dhakapost

“ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে।”

তিনি আরও জানান, একই সভায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও পবিত্র ঈদুল ফিতরে (২০২৫) টানা ৯ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মচারীরা। মূল পাঁচ দিনের ঈদ ছুটির সঙ্গে তিন দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে সে সময় মোট ৯ দিনের ছুটি হয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে চূড়ান্ত ছুটির সময়সূচি জানা যাবে।

বিজ্ঞাপন