সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৫২ ৩ আগস্ট ২০২৫
গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও ভুয়া বিল তৈরি করে নিজেরাই মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এরপর সেই কাজের নামে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে বিপুল অর্থ তুলে নিয়ে আত্মসাৎ করেন।
মোট আত্মসাৎ করা অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা। মামলায় উল্লেখ করা হয়, এই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচারও করা হয়েছে।
দুদক বলছে, তদন্তে উঠে এসেছে যে প্রকৃত কোনো কাজ না করেই বিল দাখিল ও পেমেন্ট নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে দুর্নীতির শামিল। মামলায় মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনায় আছে।
এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন ও সুশীল সমাজ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর আগে বিভিন্ন বিতর্কে জড়িয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হয়েছিলেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার তদন্ত কার্যক্রম দ্রুতই শুরু হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিজ্ঞাপন