মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:৫৪ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
অভিষেকেই বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন ব্যাটিং সেনসেশন ম্যাথু ব্রিটজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলার পর, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রিটজকে। ৮৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। এই ইনিংসের মাধ্যমে নিজের প্রথম দুই ওয়ানডে মিলিয়ে ২৩৩ রান করেছেন তিনি, যা এর আগে কোনো ব্যাটারই করতে পারেননি।
এর আগে, প্রথম দুই ওয়ানডেতে সর্বোচ্চ ১৯৫ রান করার রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেইনসের। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ব্রিটজকে। শুধু তাই নয়, অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসেও তিনি হেইনসকে ছাড়িয়ে গেছেন।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ৩৫২ রান। জবাবে, ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটে এটি রান তাড়ায় পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
বিজ্ঞাপন