তিন ব্যাটারের দেড়শো, ৩৯ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল নিউজিল্যান্ড

তিন ব্যাটারের দেড়শো, ৩৯ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:২৪ ৯ আগস্ট ২০২৫

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হওয়া স্বাগতিকদের বিপক্ষে তিন ব্যাটারের দেড়শ ছোঁয়া ইনিংসে ভর করে রানের পাহাড় গড়েছে কিউইরা। এর মাধ্যমে ৩৯ বছর পর টেস্ট ইতিহাসে বিরল এক বিশ্বরেকর্ড গড়ল তারা—এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শো পেরোনো ইনিংস।

দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬০১ রান, যা জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ৪৭৬ রান বেশি। এই লিড টেস্ট ইতিহাসে জিম্বাবুয়ের বিপক্ষে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের বিপক্ষে তারা এক ইনিংসে ৪৮১ রানের লিড নিয়েছিল।

ব্যাটিং উৎসবের শুরুটা করেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৬২ রান। কনওয়ে ২৪৫ বলে ১৮ চারসহ করেন ১৫৩ রান, ইয়াং থামেন ৭৪ রানে।

তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস মিলে গড়েন ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি। রাচিন ১৩৯ বলে ২১ চার ও ২ ছক্কায় খেলেন ১৬৫ রানের ঝলমলে ইনিংস। অপরদিকে, নিকোলস ২৪৫ বলে ১৫ চারের সাহায্যে ১৫০ রানে অপরাজিত আছেন।

টেস্ট ইতিহাসে এর আগে মাত্র দু’বার এক ইনিংসে তিন ব্যাটার দেড়শ পেরিয়েছিলেন। সর্বশেষ এই বিরল কীর্তি দেখা গিয়েছিল প্রায় চার দশক আগে। এবার সেই রেকর্ডের ভাগীদার হলো নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পথে দাঁড়িয়ে।
 

বিজ্ঞাপন