শনিবার , ০৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৩৬ ৩ মে ২০২৫
খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধরের অভিযোগ উঠেছে একই সংগঠনের একাংশ নারী কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২ মে) বিকেলে কেডি ঘোষ রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা খুলনা মহানগর মহিলা দলের নেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে অভিযোগ করেন চুমকি।
আরিফা আশরাফি চুমকি জানান, বিএনপির কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা শেষে তিনি কার্যালয় ত্যাগের সময় হামলার শিকার হন। অভিযুক্ত নারীরা হলেন—শারমিন, মুন্নী জামান, পুতুল, কাঁকলী, মদিনা, রেশমি ও সালমা। তারা তাঁকে রাস্তায় ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের অবহিত করেছেন।
এদিকে, অভিযুক্ত পক্ষের নেত্রী আজিজা খানম এলিজা অভিযোগ অস্বীকার করে বলেন, “দলীয় কার্যালয়ে কিছুই ঘটেনি। আমি আসলে কিছু জানিও না। তবে শুনেছি চুমকি অন্যদের গালিগালাজ করেছিলেন—সেই সূত্রে কিছু হয়ে থাকতে পারে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “আমরা চুমকির অভিযোগ পেয়েছি। পরিস্থিতি বিবেচনায় খুলনা মহানগর মহিলা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ঘটনার জেরে মহানগর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
বিজ্ঞাপন