মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার নয়নসহ আটক ৪, উদ্ধার দেশীয় অস্ত্র ও ককটেল

মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার নয়নসহ আটক ৪, উদ্ধার দেশীয় অস্ত্র ও ককটেল

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:০৩ ৭ আগস্ট ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে কিশোর গ্যাং প্রধান মো. নয়ন (২০) ও তার তিন সহযোগীকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, চাপাতি, সামুরাই, ছুরি এবং দুইটি ককটেল বোমা।

আটক অপর তিন সহযোগী হলেন—মো. হৃদয় (২৬), মো. মেহেদি হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় নয়ন ও তার কিশোর গ্যাংকে দেশীয় অস্ত্র হাতে শোডাউনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনাও ধরা পড়ে, যা পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

ওই ঘটনার পর থেকেই সেনাবাহিনী নয়নের গতিবিধি পর্যবেক্ষণ করছিল তথ্যপ্রযুক্তির সহায়তায়। অবশেষে বৃহস্পতিবার রাত ৪টার দিকে নয়নের অবস্থান শনাক্ত করে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন সহযোগীকে আটক করা হয় এবং তাদের বিভিন্ন আস্তানায় তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা এলাকায় প্রভাব বিস্তার করতে নিরীহ লোকজনকে ভয়ভীতি দেখাত এবং আহত করত। পাশাপাশি চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

আটক চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন