শনিবার , ০৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:১৬ ২ মে ২০২৫
ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে বিশাল অঙ্কের জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেটা সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে চীনা মালিকানাধীন এই অ্যাপটিকে ৫৩ কোটি ইউরো বা প্রায় ৭ হাজার ২৯৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠানোর ক্ষেত্রে সেসব তথ্য চীনা সরকার ব্যবহার বা পর্যবেক্ষণ করছে না—এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে টিকটক। এই ব্যর্থতার জেরেই ডিপিসি এই পদক্ষেপ নিয়েছে।
ডিপিসির ভাষ্য অনুযায়ী, টিকটক ইউরোপীয় ইকোনমিক এরিয়ার (EEA) ব্যবহারকারীদের তথ্য চীনে স্থানান্তরের সময় সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ আইন (GDPR) যথাযথভাবে অনুসরণ করেনি। প্রতিষ্ঠানটি চীনের আইনি কাঠামোর মধ্যে সেই তথ্য কতটা সুরক্ষিত থাকবে, তা বিবেচনায় নেয়নি।
ডিপিসি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও আইসল্যান্ড, লিচেনস্টাইন এবং নরওয়েতে টিকটকের কার্যক্রমের ওপর নজরদারি করে। এই অঞ্চলে টিকটকের কার্যক্রম বিশ্লেষণের পরই এই জরিমানার সিদ্ধান্ত আসে।
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার শঙ্কা, নজর এখন জাপানে
এদিকে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে টিকটক। এমন পরিস্থিতিতে তারা অন্যান্য দেশে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানিটি এবার জাপানের ই-কমার্স বাজারে প্রবেশের পরিকল্পনা নিয়েছে।
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই জানায়, আগামী কয়েক মাসের মধ্যেই জাপানে ‘টিকটক শপ’ নামে অনলাইন বিপণন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে তারা। বিক্রেতা নিয়োগের কাজও শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স যোগাযোগ করলেও টিকটক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতামত অনুযায়ী, এই জরিমানা এবং নিষেধাজ্ঞার সম্ভাবনা বিশ্বজুড়ে টিকটকের ভবিষ্যত ব্যবসায়িক পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন