২৮ বছর ধরে নিজের খরচে গাছ লাগাচ্ছেন চা-শ্রমিক বিষ্ণু হাজরা

২৮ বছর ধরে নিজের খরচে গাছ লাগাচ্ছেন চা-শ্রমিক বিষ্ণু হাজরা

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫:১৮ ১২ আগস্ট ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের চা-শ্রমিক বিষ্ণু হাজরা (৪০) টানা ২৮ বছর ধরে নিজের খরচে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৯৭ সালে মাত্র ১৫ বছর বয়সে টিউশনি থেকে পাওয়া সামান্য আয়ে গাছ রোপণ শুরু করেন তিনি।

প্রথমদিকে রাস্তা, ফাঁকা মাঠ ও চা-বাগানের আশপাশে গাছ লাগালেও সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি বেড়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পত্রিকার হকার হিসেবে কাজ করতে গিয়ে পরিবেশ বিষয়ক নানা প্রতিবেদন পড়ে গাছের প্রতি তাঁর আগ্রহ আরও বাড়ে। ২০২০ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার ফলে স্থানীয় অনেকেই তাঁর সঙ্গে যুক্ত হন।

বিষ্ণু হাজরা নিজের বাইসাইকেলে করে চারা, পানি ও সরঞ্জাম নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে গাছ লাগান। শুধু রোপণই নয়, তিনি নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং বিয়ে, জন্মদিন বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানে অতিথিদের উপহার হিসেবে চারা দেন।

স্থানীয় ‘Stand for Our Endangered Wildlife’ সংগঠনের সদস্য ও বন্যপ্রাণী আলোকচিত্রী কাজল হাজরা বলেন, “নিজের টাকা খরচ করে বিষ্ণু গাছ লাগান—এটি অনুপ্রেরণাদায়ক।” সাবেক চা-বাগান সরদার লচমী রবিদাস জানান, “স্কুল পড়ুয়া অবস্থায়ও তাকে গাছ লাগাতে দেখেছি।”

বিষ্ণুর বাবা প্রেমলাল হাজরা বলেন, “আমার ছেলের শখ গাছ লাগানো। যখন শুনি, লোকজন তাকে পরিবেশ রক্ষাকারী বলে প্রশংসা করে—তখন গর্ব হয়।”

পরিবেশপ্রেমী এই চা-শ্রমিকের মতে,

“গাছ লাগানো শুধু শখ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব।”

বিজ্ঞাপন