কক্সবাজারে এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’!

কক্সবাজারে এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:৫৯ ৫ মে ২০২৫

কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় ‘আল্লাওয়ালা’ নামক একটি হ্যাচারিতে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে আলী আকবর (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আলী আকবর কুলিয়াপাড়ার বাসিন্দা। রোববার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় উত্তেজিত জনতা ওই হ্যাচারির মালিকের ছেলে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কক্সবাজার জেলা সংগঠক রাইয়ান কাশেমকে মারধর করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এবি পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের পুত্র। স্থানীয়দের মারধর থেকে বাঁচতে রাইয়ান হ্যাচারির পানিতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে উত্তেজিত জনতা পানিতে নেমেই তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাইয়ানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, “মাছ চুরির অপবাদে আলী আকবরকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।”

তবে ভিন্ন দাবি এনসিপি নেতা রাইয়ান কাশেমের। হামলার আগে গণমাধ্যমে তিনি জানান, “আলী আকবরকে তাদের হ্যাচারিতে চুরির সময় হাতেনাতে ধরে নিরাপত্তাকর্মীরা। পরে তিনি প্রহরীদের উপর আক্রমণ করেন। আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করলে গুরুতর আহত হন আলী আকবর এবং পরে মারা যান।”

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হ্যাচারি থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হোসাইন ও মিজান নামে দুইজনকে আটক করা হয়েছে।”

ওসি আরও বলেন, “রাইয়ান কাশেমকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন