মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৩৮ ১১ ডিসেম্বর ২০২৪
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এ দিন সিলেটের ইনিংসের ১৫তম ওভারে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন জিশান আলম।
জিশানের ঝড়ে ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে অধিনায়ক মাহফুজুর রাব্বীর ব্যাট থেকে।ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলেন আরাফাত। প্রথম তিনটি ছক্কা খাওয়ার পর শেষ দুই বলে ফুল টসই করে বসেন তিনি। যার দুটোকেই সীমানাছাড়া করেছেন জিশান।
এ দিন ৫২ বলে চারটি চার ও ১০টি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান জাহাঙ্গীর আলমের ছেলে জিশান।
বিজ্ঞাপন