মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৪:৩৮ ২২ ফেব্রুয়ারী ২০২৫
ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ১৬টি দল। উত্তেজনাপূর্ণ প্লে-অফ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে কে কার মুখোমুখি হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোর জোড়াগুলো।
ঘরের মাঠে এজেড আলকমারের সঙ্গে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে গালাতাসারাই। অন্যদিকে, ইতালিয়ান ক্লাব এএস রোমা পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। এ ম্যাচে রোমার হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা।
বোডো/গ্লিমট দ্বিতীয় লেগে এফটোয়েন্টিকে ৫-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়। এফসিএসবি দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে পাওক এফসিকে পরাজিত করে। আয়াক্স দ্বিতীয় লেগে ইউএসজিকে ২-১ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে নকআউটে পৌঁছায়।
এছাড়া ফেনারবাচে আন্ডরলেখটের সঙ্গে ২-২ গোলে ড্র করেও দুই লেগে ৫-২ ব্যবধানে জয়লাভ করে। রিয়াল সোসিয়েদাদ ৫-২ ব্যবধানে এফসি মিডটজিল্যান্ডকে হারিয়ে দুই লেগে ৭-৩ ব্যবধানে এগিয়ে থাকে। ভিক্টোরিয়া প্লাজেনও ফেরেনকাভারসকে দুই লেগে ৩-১ গোলে পরাজিত করে শেষ ষোলোতে যায়।
শেষ ষোলোতে প্রতিপক্ষ নির্ধারণ:
৬টি দল প্লে-অফ থেকে ও শীর্ষ আটের দলগুলো সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেয়। এবার নজর দেওয়া যাক কে কার মুখোমুখি হচ্ছে—
ভিক্টোরিয়া প্লাজেন বনাম লাৎজিও
বোডো/গ্লিমট বনাম অলিম্পিয়াকোস
আয়াক্স বনাম ফ্রাঙ্কফুর্ট
এজেড আলকমার বনাম টটেনহ্যাম
রিয়াল সোসিয়েদাদ বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
এফসিএসবি বনাম লিও
ফেনারবাচে বনাম রেঞ্জার্স
এএস রোমা বনাম অ্যাথলেটিক ক্লাব
এই পর্বে সবচেয়ে বেশি নজর কাড়বে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচটি। রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা!
বিজ্ঞাপন