বিয়ে ছাড়াই আবারও পিতা হচ্ছেন নেইমার, আসছে চতুর্থ সন্তান!

বিয়ে ছাড়াই আবারও পিতা হচ্ছেন নেইমার, আসছে চতুর্থ সন্তান!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:৪৬ ৫ মে ২০২৫

ফুটবল মাঠে যতটা না আলোচনায়, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই বিতর্ক ও কৌতূহলের কেন্দ্রবিন্দু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ক্যারিয়ারজুড়ে একের পর এক ইনজুরিতে জর্জরিত এই ফরোয়ার্ড বর্তমানে মাঠের বাইরে থাকলেও, ব্যক্তিগত জীবনের নাটকীয়তা যেন থামছেই না। সবশেষ খবর—বিয়ে না করেও চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন নেইমার!

৩৩ বছর বয়সী এই ফুটবলার এখনও পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হননি। কিন্তু প্রেম, বিচ্ছেদ আর সন্তান—এসব মিলিয়ে তাঁর ব্যক্তিগত জীবন যেন এক নাটকীয় প্রেমকাহিনী! নেইমারের জীবনে প্রেম এসেছিল একাধিকবার, আর প্রতিবারই থেকে গেছে চিহ্ন—একটি করে সন্তান।

নেইমারের প্রেমজীবনের শুরুটা হয় টিনএজ বয়সে, কারোলিনা দান্তাসের সঙ্গে। ২০১১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দাভি লুকা। যদিও প্রেমে ইতি টানলেও, পিতৃত্বের দায়িত্বে কোনো ঘাটতি রাখেননি নেইমার। এখনও পর্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন কারোলিনার সঙ্গে—ছেলের জন্মদিন উদযাপন থেকে শুরু করে একসঙ্গে ছুটি কাটানো পর্যন্ত, সবই চলেছে সুন্দরভাবে।

পরবর্তী অধ্যায়ে নেইমারের জীবনে আসে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন ব্রুনা বিয়ানকার্দি। তাদের সম্পর্কের রসায়ন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ২০২৩ সালের অক্টোবরে এই দম্পতির ঘর আলো করে আসে কন্যাসন্তান মাভি। কিন্তু এরপরেই ঘটে বিচ্ছেদ। তবে সম্পর্কের পট পরিবর্তন ঘটে ২০২৪ সালের শেষে—আবারও এক হন ব্রুনা ও নেইমার। কারণ, আসছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান, যা নেইমারের চতুর্থ সন্তান হিসেবে গণ্য হচ্ছে।

এরই মধ্যে ২০২৪ সালের মাঝামাঝি জানা যায়, ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লি-র কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা হেলেনা। গুঞ্জন রয়েছে, তখন ব্রুনার সঙ্গে বিচ্ছেদ চলছিল, আর হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকাকালীন সময়েই নেইমার জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে।

হেলেনার জন্ম ঘিরেও তৈরি হয় নানা নাটক। নেইমার প্রথমে ডিএনএ টেস্ট দাবি করলেও, সেটি আদৌ হয়েছে কি না, তা নিশ্চিত নয়। বর্তমানে অ্যামান্ডার সঙ্গে নেইমারের কোনো সম্পর্ক নেই। এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অন্যকে ‘আনফলো’ করে রেখেছেন তারা। তবে কন্যা হেলেনা-র দায়িত্ব পালনে নেইমার যথেষ্ট সচেতন বলেই জানা গেছে।

এই মুহূর্তে ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের চতুর্থ সন্তান বেড়ে উঠছে। যদিও বিয়ে এখনও করেননি তিনি, তবে নেইমারের পিতৃত্বজীবন বেশ রোমাঞ্চকর ও বহুমাত্রিক।

প্রেম, ইনজুরি, সন্তান—নেইমারের জীবনে যেন চলছে এক আধুনিক রূপকথার গল্প। ফুটবল মাঠে না হোক, ব্যক্তি জীবনে নেইমার সবসময়ই রয়েছেন শিরোনামে।

বিজ্ঞাপন