ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১১:২১ ১৩ আগস্ট ২০২৫

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আলিজে শাহ ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা একটি খাবারের টুকরা কাটা-চামচ দিয়ে তুলে খাওয়াতে চান এক রহস্যময় ব্যক্তি। মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী।

ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আলিজের “আলোচনায় থাকার কৌশল” বলে মন্তব্য করেছেন, আবার কেউ একে “অশোভন” ও “নোংরা” আচরণ বলে সমালোচনা করেছেন। অনেকেই দাবি করছেন, ভিডিওর ওই ব্যক্তি আলিজের প্রেমিক। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।

এটি প্রথম নয়—এর আগেও সাহসী পোশাক ও স্পষ্টবাদী বক্তব্যের কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন আলিজে। চলতি বছরের শুরুতে সমালোচনায় অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি এবং ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে লিখেছিলেন, “আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।”

২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখা আলিজে ২০১৮ সালে ‘হুর পরি’তে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিক ও ২০১৯ সালের ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন