বুধবার , ০৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৪ ৫ মে ২০২৫
বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আবেগঘন এক বিদায় মুহূর্তের সাক্ষী হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবার। ছেলের কাছ থেকে বিদায় নেওয়ার এই দৃশ্য মুগ্ধ করেছে অনেককেই।
ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয় তাঁর ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিদায়ের মুহূর্তে খালেদা জিয়া আবেগভরে বলেন, “তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে?” জবাবে তারেক রহমান জানান, “তুমি বিমানে ওঠার পর মেয়ে জাইমাকে নিয়ে চলে যাব।”
এই আবেগঘন দৃশ্যটি পোস্ট করা হয় তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা খালেদা জিয়ার পাশে রয়েছেন নাতনি জাইমা রহমান ও দুই পুত্রবধূ। তারেক রহমানের সহযাত্রীদের উদ্দেশে খালেদা জিয়া অনুরোধ করেন, “তোমরা ভাইয়ার খেয়াল রেখো।”
এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বের হন তারা। যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ, একটি বিশেষ মেডিকেল বোর্ডসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ চার মাস পর আবার সেই বাহনেই দেশে ফিরছেন তিনি।
এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে নেত্রীকে স্বাগত জানানোর নির্দেশ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন