বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ | ৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ ১৪ আগস্ট ২০২৫
গুলশানে সাবেক এক মহিলা এমপির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় আলোচিত আসামি জানে আলম অপুর ৩৫ মিনিট দীর্ঘ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের উদ্দেশে। বুধবার (১৪ আগস্ট) রাতেই সাংবাদিক জাওয়াদ নিরঝরসহ অনেকে ভিডিওটি তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগে আত্মগোপনে থাকার সময়ই ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু।
ভিডিওতে অপু বলেন, “গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেটিকে দেখা গেছে, সেটা আমি। ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিলেন মহানায়ক, তারা হয়ে গেলেন চাঁদাবাজ।” তিনি আরও জানান, ঘটনার দিন ভোর ৫টার দিকে গুলশান জোনের ডিসি ও এসিকে অবহিত করে আনুষ্ঠানিকভাবে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে যান। অভিযানের আগে গুলশানের এক স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল বলেও দাবি করেন অপু।
অপুর প্রশ্ন—“মিডিয়ায় আগের রাতের বিষয়টি ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য কেন নেই? অভিযানের সময় শাম্মি বাসায় ছিলেন, তথ্য পেয়ে পালিয়েছেন—এটা প্রকাশ করা হলো না কেন?” তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। দেখি কার ফোনে শাম্মি বাসা থেকে বের হয়েছেন। অভিযানে আমাদের মধ্যে কী কথা হয়েছিল, সেটাও প্রকাশ করুন।”
উল্লেখ্য, গুলশানের ওই বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় জানে আলম অপু গ্রেপ্তার হন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
বিজ্ঞাপন