
দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা
চলমান ছয় দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন’। সোমবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এই শাটডাউন কার্যকর হবে এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।