
চোট সারতে নিজের ‘মূত্র’ পান করেন অভিনেতা পরেশ!
সকালে উঠে নিজের মূত্র নিজে পান করা নাকি শরীরের জন্য ভালো সত্তরের দশকের শেষ ভাগে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন এমনই দাবি করেছিলেন মোরারজি দেশাই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তিনি নিয়মিত ৫-৮ আউন্স মূত্র পান করেন। তা নিয়ে সারা বিশ্বে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।