পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ, বাড়ছে আন্তর্জাতিক বিমানের সতর্কতা

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ, বাড়ছে আন্তর্জাতিক বিমানের সতর্কতা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:১৩ ৯ মে ২০২৫

বাড়তে থাকা সামরিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সরকার দেশটির আকাশসীমা এড়িয়ে চলতে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে বেসামরিক বিমানগুলো গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মারাত্মক প্রাণহানির কারণ হতে পারে।

ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে সেনা মোতায়েন ও গোলাগুলির ঘটনা বেড়েছে। রাজনৈতিক ও সামরিকভাবে উত্তেজনাকর এই পরিস্থিতিতে আকাশপথও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সময় আকাশে থাকা বিমান লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্র বা ভুল শনাক্তকরণের কারণে আক্রান্ত হতে পারে। এর আগে ইউক্রেন-রাশিয়া সংঘাতেও বেসামরিক বিমান হামলার শিকার হয়েছিল—যেমন মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭।

এই সতর্কতার প্রেক্ষিতে ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলা শুরু করেছে।

এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা ১০ মে পর্যন্ত পাকিস্তান অভিমুখে সব ফ্লাইট স্থগিত রেখেছে।

লুফথানসা এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবে না।

আরও কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স, বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংস্থাগুলো, বিকল্প রুট নির্ধারণ করছে যাতে পাকিস্তানের ওপর দিয়ে বিমান না চালাতে হয়।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সতর্কতা এবং পদক্ষেপগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত। তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন না করলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে, যার ফলে বহু বেসামরিক যাত্রীর জীবন হুমকির মুখে পড়তে পারে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত বিমান সংস্থাগুলোর এই সতর্কতামূলক ব্যবস্থা বজায় থাকতে পারে। পাশাপাশি, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এবং জাতিসংঘ পর্যবেক্ষণ করছে যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।

বিজ্ঞাপন