বিয়ে ছাড়াই আবারও পিতা হচ্ছেন নেইমার, আসছে চতুর্থ সন্তান!
ফুটবল মাঠে যতটা না আলোচনায়, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই বিতর্ক ও কৌতূহলের কেন্দ্রবিন্দু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ক্যারিয়ারজুড়ে একের পর এক ইনজুরিতে জর্জরিত এই ফরোয়ার্ড বর্তমানে মাঠের বাইরে থাকলেও, ব্যক্তিগত জীবনের নাটকীয়তা যেন থামছেই না। সবশেষ খবর—বিয়ে না করেও চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন নেইমার!