"যুদ্ধেও প্রস্তুত, শান্তিতেও" — ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রীর

"যুদ্ধেও প্রস্তুত, শান্তিতেও" — ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৩১ ১৫ মে ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিস্ফোরক বক্তব্যে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ১৪ মে রাতে পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, পাকিস্তান যেমন যুদ্ধের জন্য প্রস্তুত, তেমনি শান্তির জন্যও প্রস্তুত রয়েছে। এই সিদ্ধান্ত এখন ভারতের— তারা কোন পথ বেছে নেবে।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জামের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। ভারত এতদিন ধরে মনে করত যে, পাকিস্তান প্রচলিত যুদ্ধে অনেকটাই পিছিয়ে। কিন্তু পাকিস্তানি সেনাদের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে, তারা আধুনিক যুদ্ধে পিছিয়ে নেই বরং সমানতালে লড়াই করতে পারে।

সাম্প্রতিক সীমান্ত সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ভারতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিল। সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু ভারত সে প্রস্তাব গ্রহণ না করে বরং রাতের আঁধারে পাকিস্তানে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবও পাকিস্তান দিয়েছে বলেই দাবি করেন প্রধানমন্ত্রী।

ভারতের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে শেহবাজ বলেন, পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করার মতো পদক্ষেপ হলে তা হবে তাদের 'রেড লাইন' অতিক্রম করা। তিনি বলেন, “পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।” তিনি আরও বলেন, ভারতের হামলা পাকিস্তানের পানির উৎস নীলম-ঝেলাম অঞ্চলে হয়েছে, যা গুরুতর প্ররোচনামূলক।

এছাড়া কাশ্মির ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হতে হবে। শুধু বাণিজ্য নিয়ে আলোচনা নয়, বরং এটি একটি বৃহৎ কাঠামোর অংশ হতে হবে যাতে কাশ্মির সমস্যাও অন্তর্ভুক্ত থাকে। অন্যথায় পাকিস্তান কোনো একক বাণিজ্য আলোচনায় রাজি নয়।

এই বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান এখন আর কেবল প্রতিরক্ষামূলক নীতিতে নেই; বরং তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে— শান্তিপূর্ণ আলোচনায় আসবে নাকি যুদ্ধের পথ বেছে নেবে, সেই সিদ্ধান্ত নিতে। কাশ্মির, পানি, এবং সীমান্ত সংঘাত নিয়ে বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে।

বিজ্ঞাপন