৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিক্ষুক ফেরত পাঠিয়েছে সৌদি আরব—সংখ্যাটি ৫,০৩৩ জন। অর্থাৎ, মোট ফেরত পাঠানো ভিক্ষুকদের প্রায় ৯৩ শতাংশই সৌদি আরব থেকে ফেরত এসেছে।