বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৪৩ ১৫ মে ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক মাঠ কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আইনুল হক (৪৫), তিনি তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের বাসিন্দা এবং আব্দুল গনির ছেলে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের বাবুয়ানি জোত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মদিবস শেষে অফিস থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি ব্যাটারিচালিত গাছ ভর্তি ভ্যানগাড়ি আইনুল হককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনাটির বিষয়ে তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন জানান, "আইনুল হক প্রতিদিনের মতো অফিস শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানগাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরিবার ও এলাকাবাসীর জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।"
এদিকে, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান আলী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, আইনুল হক একজন সৎ ও দায়িত্বশীল কর্মচারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খাদেমুল/এম এন পি
বিজ্ঞাপন