ভারতের দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে: পাক সেনাপ্রধান

ভারতের দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে: পাক সেনাপ্রধান

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৪২ ১ মে ২০২৫

ভারতের যেকোনো ধরনের সামরিক দুঃসাহসের জবাবে দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় ‘হ্যামার স্ট্রাইক’ নামক সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

সেনাবাহিনীর একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশে জেনারেল মুনির বলেন, “এখানে কোনো অস্পষ্টতা নেই—ভারতের পক্ষ থেকে সামরিক দুঃসাহস দেখালে পাকিস্তান দৃঢ়, দ্রুত এবং কঠোর জবাব দেবে। আমরা আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাস করি, তবে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি ও সংকল্প চূড়ান্ত।”

পাক সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর বরাতে দেশটির ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, মংলা স্ট্রাইক কর্পসের এই মহড়ায় সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতি এবং আক্রমণাত্মক সক্ষমতা উপস্থাপিত হয়। সেখানে সেনাবাহিনীর মনোবল এবং প্রফুল্লতা বাড়ানোর পাশাপাশি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জেনারেল মুনির।

এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক সংবাদ সম্মেলনে বলেন, “পাকিস্তান কখনো আগ্রাসনের পথ বেছে নেবে না। তবে ভারত যদি আগ্রাসন শুরু করে, তাহলে আমরা এর কড়া জবাব দেব।” তিনি আরও বলেন, “বিশ্ব সম্প্রদায় এখন সংযমের আহ্বান জানাচ্ছে। পাকিস্তান সরকার ও জাতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—আমরাই আগে যুদ্ধ শুরু করব না, তবে ভারত শুরু করলে জবাব হবে অত্যন্ত শক্তিশালী।”

পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সংঘটিত এক ভয়াবহ বন্দুক হামলা। ভারত দাবি করেছে, ওই হামলার সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত। এই অভিযোগের পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তারা এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যা শুধু পাকিস্তান নয়—সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে।”

বিজ্ঞাপন