সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলা করবে পাকিস্তান: হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলা করবে পাকিস্তান: হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:০৮ ৩ মে ২০২৫

ভারতের পক্ষ থেকে যদি সিন্ধু নদের পানিপ্রবাহ থামাতে বা ভিন্ন পথে প্রবাহিত করতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তবে পাকিস্তান তার জবাবে সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

শুক্রবার পাকিস্তানের জিও নিউজের জনপ্রিয় রাজনৈতিক টকশো ‘নয়া পাকিস্তান’-এ অংশ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“শুধু বন্দুক বা কামান দিয়ে আগ্রাসন হয় না, পানির প্রবাহ থামিয়ে দেওয়াও এক ধরনের আগ্রাসন। এভাবে লাখো মানুষের মৃত্যু হতে পারে। যদি ভারত সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে, তবে আমরা সেটি ধ্বংস করব।”

তিনি আরও বলেন, এখনই সামরিক উত্তেজনা কমে গেছে ধরে নেওয়ার সময় আসেনি। পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক, এবং পাকিস্তান খুব নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত ২২ এপ্রিল, ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার মাধ্যমে। কাশ্মিরভিত্তিক লস্কর-ই-তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর বন্দুকধারীরা ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে।

এই হামলার দায় পাকিস্তানের দিকেই নির্দেশ করে ভারত। এর পরপরই নয়াদিল্লি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা বাতিলসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতীয়দের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিতসহ কঠোর সিদ্ধান্ত নেয়।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য নতুন করে দক্ষিণ এশিয়ায় সংঘাতের আশঙ্কা জোরদার করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বিশ্বস্ত সূত্র অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেতও দিয়েছেন।

যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি বলে মনে করছেন বিশ্লেষকরাও। খাজা আসিফের কথায়,

“যুদ্ধের হুমকি আমরা এখনও কাটিয়ে উঠিনি। এটা সময়ের ব্যাপার মাত্র।”

বিজ্ঞাপন