“গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে” — সংসদে গর্জে উঠলেন মোদি

“গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে” — সংসদে গর্জে উঠলেন মোদি

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:৫১ ২১ জুলাই ২০২৫

ভারতের সামরিক ক্ষমতা নিয়ে বিশ্ব এখন সতর্ক — এমনই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে।”

তিনি বলেন, সদ্যসমাপ্ত ‘অপারেশন সিন্দুর’ ভারতীয় কৌশলগত সক্ষমতা এবং আত্মরক্ষার প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। মাত্র ২২ মিনিটে সন্ত্রাসীদের ঘাঁটিতে আঘাত হানা ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নতির উদাহরণ। মোদির ভাষায়, “এটি ছিল এক ‘মেইড ইন ইন্ডিয়া’ অভিযান— যেখানে ভারতেই তৈরি অস্ত্র ব্যবহার করে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”

মোদি আরও বলেন, ভারতীয় প্রতিরক্ষা শিল্প এখন বৈশ্বিক আস্থার প্রতীক হয়ে উঠছে। বিশ্বজুড়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ অস্ত্রের চাহিদা বাড়ছে, যা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা উদ্যোগের বড় সাফল্য।

সামরিক সাফল্যের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের মহাকাশ কার্যক্রমের উন্নতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ ভারতবাসীর জন্য গর্বের।” তার মতে, এটি প্রমাণ করে, “ভারত কেবল পৃথিবীর মাটিতেই নয়, মহাকাশেও তার উপস্থিতি জোরালো করছে।”

বর্ষাকালীন অধিবেশন ঘিরে সরকার পক্ষ যে ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গটি কেন্দ্র করে সংসদে আলোচনা চায়, সে ইঙ্গিতও মিলেছে। প্রধানমন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, “শাসক ও বিরোধী উভয় পক্ষই জাতীয় স্বার্থে একসঙ্গে কথা বলবে।”

অপরদিকে, একাধিক বিরোধী দল ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যস্থতা নিয়েও সংসদে আলোচনা চেয়েছে। এই ইস্যু নিয়েও আলোচনায় অংশ নিতে সরকারের প্রস্তুতির কথা ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন