
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় দাস!
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।