সোমবার , ২১ জুলাই, ২০২৫ | ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:০৪ ২১ জুলাই ২০২৫
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।
আদালতের আদেশ
সোমবার (২১ জুলাই) সকালে কারাগার থেকে আনিসুল হক, সালমান এফ রহমানসহ আটজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুর ও রামপুরা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আজ যাঁদের বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—
আনিসুল হক - সাবেক আইনমন্ত্রী
সালমান এফ রহমান - সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা
রাশেদ খান মেনন - বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী
হাসানুল হক ইনু - জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী
আতিকুল ইসলাম - ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র
সৈয়দ সায়েদুল হক সুমন - সাবেক সংসদ সদস্য
সাদেক খান - সাবেক সংসদ সদস্য
নাইমুর হাসান রাসেল - ছাত্রলীগ নেতা (মোহাম্মদপুর থানা)
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটে। সরকারের পতনের পরপরই সহিংসতা ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে একাধিক হত্যা মামলা দায়ের হয়। ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক ও সালমান এফ রহমান। পরবর্তী সময়ে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আতিকুল ইসলামসহ অন্যদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজকের শুনানিতে তাঁদের বিরুদ্ধে নতুন করে মোহাম্মদপুর ও রামপুরা থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।
পরবর্তী পদক্ষেপে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলেও এখনো রিমান্ড বা জামিন শুনানির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
বিজ্ঞাপন