রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৭২ মামলা, ৩৫৮টি যানবাহন আটক

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৭২ মামলা, ৩৫৮টি যানবাহন আটক

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:০৯ ৭ আগস্ট ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ১৭২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। অভিযানের অংশ হিসেবে ২৮৩টি যানবাহন ডাম্পিং এবং ৭৫টি রেকার করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান ডিএমপি’র এই কর্মকর্তা।

বিজ্ঞাপন