শুক্রবার , ০২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১১:৪৯ ২৭ জানুয়ারী ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়েছেন বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার। বিপিএলের ৩৪তম ম্যাচে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী মুখোমুখি হয়। ঐ ম্যাচে বিপিএল মঞ্চে সৌম্য সরকার তার শততম ম্যাচ খেলেন।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলের ইনজুরিতে পড়ার কারণে সৌম্য মাঠের বাইরে চলে যান এবং বিপিএল শুরু থেকে খেলতে পারেননি। তবে, রংপুরের দশম ম্যাচে মাঠে নামেন তিনি। শততম ম্যাচের আগ পর্যন্ত বিপিএলে সৌম্য ব্যাট হাতে করেছেন ১ হাজার ৫৩৬ রান এবং নিয়েছেন ২৫ উইকেট।
সৌম্যর আগে বিপিএলে শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, মাশরাফী বিন মর্তুজা, লিটন দাস, সাব্বির রহমান এবং আরাফাত সানি।
বিপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি মুশফিকুর রহিমের দখলে, যিনি ১৩৫ ম্যাচ খেলেছেন।
বিজ্ঞাপন