জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল!

জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫১ ২০ জুলাই ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক ভিন্নরকম চমক ছিল মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মাঠে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২০ জুলাই) ম্যাচ শুরুর আগেই মাঠে হাজির হন তিনি, এবং কিছুক্ষণ খেলা উপভোগ করেন গ্যালারি থেকে।

ম্যাচ শেষ হতেই মাঠ ত্যাগ করেন মির্জা ফখরুল। তবে তার আগে খেলার ফাঁকে একটি ছোট সাক্ষাৎকার দেন জনপ্রিয় ক্রীড়া সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে। সেখানে সাংবাদিকদের এক প্রশ্ন ছিল, “বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি সাকিব আল হাসান আবার জাতীয় দলে খেলার সুযোগ পাবেন?”

প্রশ্নটি রাজনৈতিক হলেও মির্জা ফখরুল তার উত্তরটি দেন ক্রীড়ানীতির আলোকে। তিনি বলেন,

“সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং, যে যোগ্য সে অবশ্যই আসবে।”

তার বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে, তিনি খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চান এবং একজন খেলোয়াড়ের জাতীয় দলে থাকা না থাকা নির্ভর করবে তার যোগ্যতার ওপর, দলের প্রয়োজন ও পারফরম্যান্স বিবেচনায়।

এ সময় তার প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে তিনি বলেন,

“আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।”

অবশ্য, মজার বিষয় হচ্ছে—এদিন মাঠে উপস্থিত ছিলেন সেই মুশফিকুর রহিমও। ছেলের সঙ্গে মাঠে এসে খেলা উপভোগ করেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক।

দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ছিল বিজয়ের উল্লাস। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করে টাইগাররা। মাঠে উপস্থিত রাজনীতিকদের পাশাপাশি হাজারো সমর্থকও ম্যাচ শেষে আনন্দে ভাসেন।

ক্রিকেটপ্রেমী একজন রাজনীতিবিদের এমন ইতিবাচক ও খেলাধুলাবান্ধব মনোভাব ক্রীড়ামোদীদের মাঝে প্রশংসিত হচ্ছে।

বিজ্ঞাপন