
বন্ধ হচ্ছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসক ভিজিট!
চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হারাচ্ছেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। এখন থেকে তারা আর হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করে ওষুধ প্রচার করতে পারবেন না। তাদেরকে ই-মেইলের মাধ্যমে ওষুধ সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। স্বাস্থ্যখাত সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের আজকের প্রতিবেদনে এই প্রস্তাব রাখা হয়েছে।