
পঞ্চগড়ে সাবেক মন্ত্রী ও এমপি-ডিসি-এসপিসহ ১৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
পঞ্চগড় জেলা বিএনপির নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১৫৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি আদালত-১) মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।