‘বিশ্বাস রেখো, নীরবতা মানে শূন্যতা নয়’—নতুন চমকের ইঙ্গিত শাকিব খানের

‘বিশ্বাস রেখো, নীরবতা মানে শূন্যতা নয়’—নতুন চমকের ইঙ্গিত শাকিব খানের

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:৩৫ ৯ আগস্ট ২০২৫

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন মাসখানেক ধরে। গত দুই ঈদে পরপর দুই সিনেমার সাফল্যের পর ফুরফুরে মেজাজে থাকা এই নায়ককে ঘিরে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা—নতুন কোনো আন্তর্জাতিক প্রজেক্ট কি শুরু করতে যাচ্ছেন তিনি?

শুরুতে তার এই সফর নিয়ে সিনেমা প্রসঙ্গে কোনো তথ্য দেননি শাকিব। বরং প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটানোর মুহূর্তই বেশি দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার নীরবতা ভেঙে রহস্যময় এক বার্তা দিয়ে নতুন চমকের ইঙ্গিত দিলেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকের টেক্সট স্টোরিতে শাকিব লিখেছেন—“বড় পর্দার স্বপ্ন, ভ্রমণ আর কাজের ঘূর্ণিঝড়ে দিনগুলো উড়ছে। সিনেমার চারাগাছ থেকে নতুন বড় উদ্যোগ—সবটাই দ্রুতগতিতে চলছে। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়, বরং এটি উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।”

তিনি আরও লিখেছেন—“সতেজ, ভয়হীন, অবিস্মরণীয় আর প্রতিনিধিত্ব করার মতো কিছু নিয়ে দ্রুত ফিরছি।”

শাকিবের এই ইঙ্গিতপূর্ণ বার্তায় ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। কেউ কেউ মনে করছেন, এটি কেবল ভক্তদের উদ্দেশে লেখা নয়; বরং নতুন কোনো বড় প্রজেক্ট শুরুর আগাম সংকেত।

গুঞ্জন রয়েছে, চলতি বছরই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবরের পরিচালনায় একটি ক্রাইম-থ্রিলারধর্মী হলিউড সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমাতেও তার অভিনয়ের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে ঢালিউড কিং শাকিব খানের। তার এই রহস্যময় পোস্ট ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ করে দিয়েছে।
 

বিজ্ঞাপন