মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ | ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:৪৫ ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
তিনি জানান, "এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা অব্যাহতভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি, তবে কিছু রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন।"
ডা. সায়েদুর আরও বলেন, "নিহতদের মধ্যে অধিকাংশই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দগ্ধ হওয়াদের শরীরের বেশিরভাগ অংশে মারাত্মকভাবে আগুনে পোড়া রয়েছে।"
চিকিৎসা বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, "আমাদের সবধরনের চিকিৎসা প্রস্তুতি রয়েছে। বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।"
এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং এর পেছনে কারা দায়ী, তা নিয়ে এখন তদন্ত চলছে।
বিজ্ঞাপন