রবিবার , ০৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:২২ ৩ মে ২০২৫
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, শুক্রবার অনুষ্ঠিত এনসিপির সমাবেশে ভাড়া করা লোকজন উপস্থিত ছিল। তিনি দাবি করেন, সমাবেশে উপস্থিত এক হাজারের মতো মানুষের মধ্যে অর্ধেকই ছিলেন ‘ভাড়া করা ভদ্রমহিলা’।
শনিবার (৩ মে) দুপুরে নগরীর একটি হোটেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভায় এসব মন্তব্য করেন তিনি।
মোনায়েম মুন্না বলেন, “তারা নিজেদেরকে তারুণ্যদীপ্ত ও মেধাবী দাবি করলেও তাদের সমাবেশে কোনো প্রাণ ছিল না। যে সমাবেশে লোক জড়ো করতেই ভাড়া করতে হয়, সেখানে তারুণ্য কোথায়?”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার রেলওয়ে সংস্কারের নামে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিলেও তারা কার্যত দায়িত্ব পালনের বদলে ঘোরাঘুরিতে ব্যস্ত। রেলের দায়িত্ব নিয়ে তারা বন্ধুবান্ধব নিয়ে ট্রেনে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি যেন একপ্রকার পিকনিকে পরিণত হয়েছে।”
একাত্তরের স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন যুবদল সভাপতি। তিনি বলেন, “যারা একসময় এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন তারা বিভিন্নভাবে প্রভাবশালী হয়ে উঠছে। কখনও কাউকে ক্ষমা করছে, কখনও বুকে টেনে নিচ্ছে। সকালে এক কথা বলছে, বিকেলে আরেক কথা বলছে—এ কেমন দ্বিচারিতা?”
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতা নিয়ে তিনি বলেন, “বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। দলটির রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষ জানে, বিএনপি এই দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে।”
যুবদল সভাপতির বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান স্পষ্ট করতে চাওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলোর প্রস্তুতি ও কার্যকলাপকে কটাক্ষ করেছেন।
বিজ্ঞাপন