“দুবাইয়ে ধরা খাওয়া গুজব”: সংবাদমাধ্যমকে একহাত নিলেন মিষ্টি জান্নাত

“দুবাইয়ে ধরা খাওয়া গুজব”: সংবাদমাধ্যমকে একহাত নিলেন মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:৫৭ ২১ জুলাই ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও সংবাদ শিরোনামে। তবে সিনেমার জন্য নয়, ব্যক্তিগত জীবন ও বিতর্কিত মন্তব্য নিয়েই মূলত আলোচনায় তিনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খান ও বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে একের পর এক পোস্ট ও মন্তব্য করে নজরে আসেন এই অভিনেত্রী। এসব পোস্টে ছিল ইঙ্গিতপূর্ণ বক্তব্য, যা ঘিরে তৈরি হয়েছে নানামুখী আলোচনা। শুধু বাংলাদেশ নয়, ভারতের সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে এসব বিষয়।

কিছুদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, “শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমাদের বিষয়টি নিয়ে তাকেই প্রশ্ন করুন।” ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, তিনি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে নাকি বলেছিলেন—বলিউড তারকা সালমান খানের সঙ্গে কাজের কথা চলছে। এসব মন্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন, তিনি হয়তো আলোচনায় থাকতে চাইছেন।

এমন পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে পড়ে আরেকটি গুজব—দুবাইয়ে গাড়িতে বসে ধরা পড়েছেন মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব চ্যানেলগুলোতে চলে জোর আলোচনা। যদিও এই খবরের কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি, তবে ব্যাপারটি নায়িকাকে স্পষ্টভাবে আহত করেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ মিষ্টি জান্নাত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা যেখানে নায়ক-নায়িকাদের বিক্রি করে খাচ্ছেন, সেখানে আমাদের মান-সম্মান নষ্ট করছেন কেন? শাকিব খানকে নিয়েও আপনারা ভুলভাল নিউজ করেছেন। আর এখন ‘গাড়িতে বসে ধরা খেয়েছি’—এই নিউজ কেমন ধরনের? দুবাই এমন একটা জায়গা, যেখানে ধরা খাওয়ার কিছুই নেই।”

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। টাকার বিনিময়েও কোথাও যাইনি। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে ‘গাড়িতে ধরা খাওয়া’—এটা কোনো ধরনের টপিক হতে পারে? আমি অনুরোধ করব, যারা এসব ইউটিউব বা সংবাদমাধ্যমে মিথ্যা প্রচার করছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। না হলে আমি নিজেই জনসম্মুখে আইনি ব্যবস্থা নেব।”

মিষ্টি জান্নাতের এসব মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি আত্মরক্ষার প্রতিবাদ; আবার কেউ মনে করছেন, এটি প্রচার পাওয়ার কৌশল। তবে একথা নিশ্চিত যে, ঢাকাই সিনেমার পর্দায় যতটা না তিনি আলোচিত, তার চেয়েও বেশি আলোচনায় থাকছেন তার ব্যক্তিগত জীবন ও স্পষ্ট বক্তব্যের কারণে।
 

বিজ্ঞাপন