সোমবার , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ ৭ সেপ্টেম্বর ২০২৫
মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা চালানোর অভিযোগে সাবেক পাইলট জোসেফ ডেভিড এমারসন ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাস্ক এয়ারল্যাইন্সের একটি ফ্লাইটে এমারসন দায়িত্ব পালনকালে নিজেকে অসুস্থ বোধ করায় ককপিটে বসে “আমি ঠিক নেই” বলার পর ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, এমারসন সাইকেডেলিক মাশরুম সেবনের পর অস্বস্তিতে ভুগছিলেন। এ ঘটনার পর বিচারক তাকে এক বছরের কারাদণ্ডের কথা জানান। তবে আইনজীবীর আবেদন এবং অন্যান্য বিবেচনার কারণে তাকে রাজ্য আদালত ৫০ দিনের কারাদণ্ড দেন, যা ইতিমধ্যেই তিনি সম্পূর্ণ করেছেন। এছাড়া তাকে আরও কিছু শাস্তি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছিল মাত্র ৯০ সেকেন্ডে। এমারসনকে ককপিট থেকে বের করে দেয়ার পর তিনি বিমানকর্মীদের হুমকি দেন, “তোমরা আমাকে এখনই বেঁধে ফেল না, খারাপ কিছু ঘটবে।” তদন্তকারীদের সঙ্গে কথা বলেছে বিমানকর্মীরা জানিয়েছে, তিনি সবাইকে মারার উদ্দেশ্যে কার্যক্রম চালানোর হুমকি দিয়েছিলেন।
এই ঘটনায় ৮০ জন যাত্রী সান ফ্রান্সিসকো যাওয়ার পথে অরেগনে নিরাপদে পৌঁছান। ফেডারেল মামলায় এমারসনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
বিজ্ঞাপন