সোমবার , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ ৮ সেপ্টেম্বর ২০২৫
নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে বাণেশ্বর এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কাঠমান্ডুতে। নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম।
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। অপরদিকে বিক্ষোভকারীরা লাঠি, ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। এমনকি বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডু জেলা প্রশাসন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছে। তবে তা অমান্য করে রাস্তায় নেমে আসায় সংঘর্ষ আরও উত্তপ্ত হচ্ছে।
নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, রাজপ্রাসাদ সিংহ দরবার ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে।
গত ২৮ জুলাই সরকারের এক আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা শেষে ৪ আগস্ট থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপসহ ২৬টি জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তবে চীনা অ্যাপ টিকটক তখনও চালু ছিল।
এতে ক্ষুব্ধ তরুণরা টিকটকে আন্দোলনের ডাক দিতে শুরু করেন। পরে সরকার নেট পরিষেবা বন্ধ করে দিলে ক্ষোভ আরও বেড়ে যায়। এর ধারাবাহিকতায় গত রোববার থেকে বিক্ষোভ শুরু হয়ে সোমবার তা ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে।
বিজ্ঞাপন