ইউক্রেন যুদ্ধের নতুন মোড়: কিয়েভের সরকারি ভবনে রাশিয়ার হামলা

ইউক্রেন যুদ্ধের নতুন মোড়: কিয়েভের সরকারি ভবনে রাশিয়ার হামলা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:৩৬ ৭ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথমবারের মতো প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো এই হামলায় ভবনটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। খবর বিবিসির।

এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরেও আক্রমণ চালায় রাশিয়া। এতে অন্তত তিনটি অবকাঠামো স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর উদ্যোগের বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই এই হামলা চালিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, কিয়েভের সরকারি ভবনে এই আক্রমণ যুদ্ধের নতুন মোড় নির্দেশ করছে, কারণ এর আগে কখনও রাজধানীর প্রধান প্রশাসনিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়নি।

সাধারণত শহরের কেন্দ্রস্থল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নিরাপদ থাকে। তাই রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি সেখানে আঘাত হানা অত্যন্ত বিরল ঘটনা।

এদিকে, কিয়েভের অন্যান্য আবাসিক ভবনেও হামলা হয়েছে। বেশ কয়েকটি বহুতল ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের মতে, এ হামলা প্রতীকী অর্থ বহন করে। এটি স্পষ্ট করে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির পথে হাঁটার কোনো প্রস্তুতিতে নেই; বরং রাশিয়া আরও তীব্র আক্রমণের কৌশল নিচ্ছে।

বিজ্ঞাপন