রহস্য ও আতঙ্কের কেন্দ্রবিন্দু, ৮৭৫ বছরের পুরোনো ভুতুড়ে বাড়ি ‘দ্য র‍্যাম ইন’!

রহস্য ও আতঙ্কের কেন্দ্রবিন্দু, ৮৭৫ বছরের পুরোনো ভুতুড়ে বাড়ি ‘দ্য র‍্যাম ইন’!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:২২ ৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বজুড়ে অদ্ভুত ও অস্বাভাবিক বাড়ির অভাব নেই। কোথাও শপিং মলের ছাদে বিলাসবহুল ভিলা, কোথাও আবার লেগো ইট দিয়ে গড়া সম্পূর্ণ একটি বাড়ি। তবে এসব কৌতূহলোদ্দীপক স্থাপনার বাইরে ইংল্যান্ডে রয়েছে এমন এক বাড়ি, যেটিকে বলা হয় দেশটির সবচেয়ে ভুতুড়ে বাড়ি।

চীনের হুনান প্রদেশের হেঙ্গইয়াং শহরে ২০০৯ সালে এক ডেভেলপার শপিং মলের ছাদে বানিয়ে ফেলেন ২৫টি বিলাসবহুল ভিলা। প্রায় ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি এই ভিলাগুলোর সরকারি অনুমতি না থাকায় প্রথমে সেগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তবে পরে শর্ত দেওয়া হয়—এগুলো বিক্রি না করলে থাকতে পারবে। বর্তমানে এসব ভিলা ব্যবহার করা হচ্ছে অভিবাসী শ্রমিকদের অস্থায়ী বাসস্থান হিসেবে।

যুক্তরাজ্যের সারে অঞ্চলের বাসিন্দা জেমস মে ২০০৯ সালে নিজের শখ থেকেই বানান এক অভিনব বাড়ি। প্রায় ৩৩ লাখ লেগো ইট দিয়ে নির্মিত এই বাড়িতে ছিল টয়লেট, শাওয়ার, সিঁড়ি, এমনকি বিছানাও। প্রায় এক হাজার স্বেচ্ছাসেবীর সহায়তায় তৈরি হলেও খরচ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বাড়িটি ভেঙে ফেলতে হয়।

তবে এসব কৌতূহল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের ওটন-আন্ডার-এজে অবস্থিত ‘দ্য র‍্যাম ইন’। বাড়িটির বয়স প্রায় ৮৭৫ বছর। ১১৪৫ খ্রিষ্টাব্দে নির্মিত এই বাড়ি প্রথমে ছিল গির্জা নির্মাণে শ্রমিকদের আবাস। পরে এটি হয়ে ওঠে পাদরির বাসভবন, তারপর সরাইখানা।

কথিত আছে, বাড়িটি তৈরি হয়েছে এক প্রাচীন গোরস্থানের ওপর। অনেক অতিথি সেখানে শিশুদের হাসি ও কান্নার শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। কেউ দেখেছেন অদ্ভুত ছায়ামূর্তি, কেউ আবার অনুভব করেছেন ইনকিউবাস নামের অশরীরী দানবের উপস্থিতি।
১৯৪৮ সালে জন হামফ্রিজ বাড়িটি কিনে নেন এবং অতিথিশালা চালু করেন। বর্তমানে তাঁর মেয়ে এই ভুতুড়ে অতিথিশালাটি পরিচালনা করছেন।

ইংল্যান্ডের নানা রহস্যময় কাহিনি ও ভূতুড়ে গল্পে ‘দ্য র‍্যাম ইন’ এখনো শিহরণ জাগানো এক নাম।

বিজ্ঞাপন