মোরসালিনরা ইয়েমেনের মুখোমুখি, নেপালে নামবেন জামাল

মোরসালিনরা ইয়েমেনের মুখোমুখি, নেপালে নামবেন জামাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৭ ৬ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (শনিবার) বাংলাদেশে সরকারি ছুটি থাকলেও দেশের ফুটবলপ্রেমীরা ব্যস্ত সময়ের মধ্যেই। আজ দেশের দুই ফুটবল দল মাঠে নামছে দুটি আলাদা প্রতিযোগিতায়।

ভিয়েতনামে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, অর্থাৎ “মোরসালিনরা”। তারা ইয়েমেনের বিপক্ষে খেলবে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে। আজ বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। গ্রুপে টিকিয়ে রাখতে বাংলাদেশকে জয়ই আনিবার্য; ড্র হলেও গ্রুপ রানার্সআপ হওয়ার সামান্য সম্ভাবনা থাকলেও মূল পর্বে খেলার সুযোগ প্রায় থাকবে না। এই ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম খেলবেন।

অন্যদিকে, নেপালে নামবে বাংলাদেশ জাতীয় দল, যেখানে খেলবেন জামাল ভূঁইয়ারা। আজ বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ শুরু হবে। তবে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলছেন না।

উভয় দলই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলো খেলছে। মোরসালিনরা যখন ভিয়েতনামের মাঠ থেকে উঠবেন, ঠিক তখনই জামাল ভূঁইয়ারা নেপালের মাঠে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন