শনিবার , ০৬ সেপ্টেম্বর, ২০২৫ | ২২ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৪৪ ৬ সেপ্টেম্বর ২০২৫
ফুটবলের মাঠে অ্যারন রামসি মানেই ভরসা, দারুণ খেলায় তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। কিন্তু তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ংকর কাকতাল—যা শুনলে অনেকেই আঁতকে ওঠেন। সেটিই হলো “রামসি অভিশাপ”।
কথিত আছে, রামসি যখনই গোল করেন, অল্প সময়ের মধ্যেই মারা যান কোনো না কোনো বিখ্যাত ব্যক্তি। বিষয়টা নিছকই কাকতাল হলেও ঘটনাগুলো এতবার মিলে গেছে যে, ভক্তরা এটিকে এক ধরনের রহস্য বলেই মানতে শুরু করেছেন।
সেই রহস্য আবারও সামনে এসেছে। গত সোমবার মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের হয়ে নিজের প্রথম গোল করেন রামসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে করা গোলেই দল জয় পায় ১–০ ব্যবধানে। গোলের আনন্দ তখনও শেষ হয়নি, এর তিন দিন পরই পৃথিবী হারাল এক মহারথীকে—ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ও আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
এই ঘটনাই আবারও সরগরম করেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ লিখেছেন, “২০২৫ সালে রামসি অভিশাপের প্রথম শিকার জর্জিও আরমানি।” আবার কেউ মজা করে বলেছেন, “রামসি হয় অবসর নিন, নয়তো গোল করা বন্ধ করুন।”
রামসি অভিশাপের শুরুটা ২০১১ সালে। আর্সেনালের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করার পরদিনই মার্কিন সেনাদের অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর একে একে স্টিভ জবস, মুয়াম্মার গাদ্দাফি, হুইটনি হিউস্টন, পল ওয়াকার, রবিন উইলিয়ামস, ডেভিড বোয়ি, রজার মুর, অলিভিয়া নিউটন-জনসহ বহু নামী মানুষের মৃত্যু রামসির গোলের অল্প সময়ের মধ্যেই ঘটে গেছে।
এখন পর্যন্ত ক্লাব ফুটবলে রামসির গোল সংখ্যা ৭৮, আর জাতীয় দল ওয়েলসের হয়ে করেছেন ২১ গোল। কিন্তু গোলের আনন্দের চেয়েও বেশি আলোচনায় থাকছে এই ‘অভিশাপ’।
ভক্তদের ভাষায়—
“শান্তিতে ঘুমান জর্জিও আরমানি। ২০২৫ সালে আপনি রামসি অভিশাপের প্রথম শিকার।” প্রিয় রামসি, দয়া করে গোল করা ছেড়ে দিন!
রামসি নিজে এ নিয়ে কিছু না বললেও, রহস্যময় এই কাকতাল আজও তাঁকে ঘিরে আছে। মাঠে তিনি যতটা ফুটবলার, ভক্তদের চোখে ততটাই রহস্যময় এক “মৃত্যু দূত”!
বিজ্ঞাপন